৫ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরির বদলে ৫০ হাজার টাকায় প্রফেশনাল ট্রেনিং করে নিজেকে তৈরী করুন
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ অক্টোবর ২০২১, ১৫:২৪
আমি সালেহ মোবিন। ২১ বছর ধরে জব করছি আইটি সেক্টর এ সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়ে।
আমি আজকের দিনকে নিয়ে পরিকল্পনা করি। সফল হওয়ার জন্য আজকের দিনটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি ব্যর্থ হওয়ার জন্য এই দি টি যথেষ্ট।
বাংলাদেশে জবের যতগুলো সেক্টর আছে, তার মধ্যে আইটি সেক্টর অনেক এগিয়ে। আগের মতো অনার্স মাস্টার্স এমবিএ ডিগ্রি নিয়ে চাকরি বাজারে বেশি দূর আগানো যায় না। কারিগরি বা টেকনোলজি নিয়ে পড়াশোনা না করলে সামনে দিনগুলোতে জবে টিকে থাকা মুশকিল হয়ে যাবে।
এখন থেকে ছোট ভাই-বোনদের ভাবতে হবে।
আর যারা পড়াশোনা শেষ করে জবের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আমার পরামর্শ হলো, কিছু প্রফেশনাল ট্রেনিং করে নিজের দক্ষতাকে বাড়িয়ে নিজেকে তৈরি করে রাখুন ভালো জবের জন্য। মাল্টি ট্যালেন্ট না হতে পারলে আগামী দিনে জবে টিকে থাকা মুশকিল হবে। অথবা আপনার স্বপ্নের জব কেড়ে নিয়ে অন্যজন আনন্দের সাগরে ভাসবে আর আপনি কপালের দোষ দিয়ে ঘুরে বেড়াবেন।
৫ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি না নিয়ে ৫০ হাজার টাকা খরচ করে কিছু প্রফেশনাল ট্রেনিং করে নিজেকে তৈরী করে নিন।
আসুন নিজেকে বদলাই।
আমি বদলালে দলাবে দেশ,
লাল সবুজের বাংলাদেশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা